হাটহাজারীতে প্রাইভেট কারে ব্রাশফায়ার, বিএনপি নেতা নিহত, আহত ৩


চট্টগ্রামের হাটহাজারীতে একটি প্রাইভেট কারে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আব্দুল হাকিম নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়কের মদুনাঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত আব্দুল হাকিম রাউজান উপজেলার পাঁচখাইন ইউনিয়নের বাসিন্দা মৃত আলী মদনের ছেলে। তিনি ‘হামিম এগ্রো’ নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং বিএনপির জ্যেষ্ঠ নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হাকিম তার প্রাইভেট কারে করে গ্রামের বাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলেন। মদুনাঘাট সেতুর পশ্চিম পাশে গাড়িটি পৌঁছালে কয়েকটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা সেটির গতিরোধ করে এবং এলোপাতাড়ি গুলি চালায়।

পরে স্থানীয়রা গুলিবিদ্ধ চারজনকে উদ্ধার করে নিকটবর্তী এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হাকিমকে মৃত ঘোষণা করেন।

উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত অপর তিনজন ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং পরে বিস্তারিত জানানো হবে।”