
‘বিতর্ক মানেই যুক্তি-বিজ্ঞানে মুক্তি’—এই স্লোগানে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসব।
বুধবার নতুনকুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল মিলনায়তনে আয়োজিত এ উৎসবে জেলার আটটি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও দৈনিক সমকালের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমকালের খাগড়াছড়ি প্রতিনিধি প্রদীপ চৌধুরী।
এতে মডারেটর ও বিচারকের দায়িত্ব পালন করেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক জহিরুল ইসলাম, মাটিরাঙা গোমতী বি কে হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, খাগড়াছড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন আনসারী এবং সাংবাদিক চিংমেপ্রু মারমা।
উৎসবে অংশগ্রহণকারী স্কুলগুলোর মধ্যে ছিল খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাইস্কুল, নতুনকুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল, বায়তুশ শরফ মাদ্রাসা, টিউফা আইডিয়াল হাই স্কুল, ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা এবং এপিবিএন উচ্চ বিদ্যালয়।
