স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই


স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক তোফায়েল আহমেদ মারা গেছেন।

বুধবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থতার কারণে মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার বিকেলে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তোফায়েল আহমেদ স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার জানিয়েছে।

অধ্যাপক তোফায়েল আহমেদের জন্ম ১৯৫৪ সালের ১ মার্চ হাটহাজারীর ফতেহপুর ইউনিয়নে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করার পর তিনি যুক্তরাজ্যের সোয়ানসির ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিআইজিডি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষক ও গবেষক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।

এছাড়াও অধ্যাপক তোফায়েল আহমেদ স্থানীয় সরকার কমিশনের সদস্য এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলা ও ইংরেজিতে তার ৩০টির বেশি বই প্রকাশিত হয়েছে।