
গাজায় দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েল ও হামাস স্বাক্ষর করেছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
তার ঘোষণার পরপরই গাজা থেকে আল-জাজিরার সাংবাদিকরা জানিয়েছেন, সেখানকার আকাশে ইসরায়েলি যুদ্ধবিমানের চলাচল বন্ধ হয়ে গেছে এবং প্রায় দুই বছর পর অঞ্চলটিতে একটি শান্ত রাত নেমে এসেছে।
ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, “ইসরায়েল ও হামাস আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে ‘স্বাক্ষর করেছে’।”
তিনি আরও লেখেন, “এটি আরব ও মুসলিম বিশ্ব, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য একটি মহান দিন। আমরা কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতাকারীদের ধন্যবাদ জানাই, যারা এই ঐতিহাসিক ঘটনাটি সম্ভব করার জন্য আমাদের সঙ্গে কাজ করেছেন।”
মাঠের চিত্র
ট্রাম্পের ঘোষণার পর গাজা থেকে আল-জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানান, সেখানকার পরিস্থিতি ‘অস্বাভাবিকভাবে ভিন্ন’।
হানি মাহমুদ বলেন, “আকাশে ড্রোন নেই, যুদ্ধবিমান নেই, ভারী গোলাবর্ষণ নেই। বাস্তুচ্যুত মানুষের শিবিরের পাশ দিয়ে আসার সময় বিস্ময়ের সঙ্গে দেখলাম—সবাই তাঁবুর ভেতরে ঘুমিয়ে আছে। আমার মনে হয় তারা আজ রাতের এই নীরবতার সুযোগ নিচ্ছে। তারা সত্যিই শান্তিতে ঘুমানোর যোগ্য।”
তিনি আরও বলেন, “এখন অন্তত চুক্তির প্রথম ধাপ কার্যকর হচ্ছে, আর আশা করছি এটা টিকে থাকবে। এটাই এখন সবচেয়ে বড় আশাবাদ।”
এর আগে গত ২৯ সেপ্টেম্বর ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০-দফা শান্তি প্রস্তাবের একটি রূপরেখা দিয়েছিলেন, যা পরে কাতার ও মিশরের মাধ্যমে হামাসের কাছে হস্তান্তর করা হয়।
