হালদা থেকে বালু উত্তোলন: অভিযানে ৭ হাজার ঘনফুট বালু জব্দ


চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা প্রায় সাত হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভূজপুর ইউনিয়নের সিংহরিয়া এবং নারায়ণহাট ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকায় পৃথক দুটি স্পটে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।

তিনি জানান, হালদা নদীতে অবৈধ বালুমহলে অভিযান চালিয়ে এসব বালু জব্দ করা হয়েছে।

মো. নজরুল ইসলাম বলেন, “অবৈধ বালু উত্তোলন পরিবেশ এবং নদী-খাল রক্ষার ক্ষেত্রে মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

অভিযান পরিচালনায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, আনসার সদস্য, গ্রাম পুলিশসহ স্থানীয় ইউপি সদস্যরা সহযোগিতা করেন বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।