
চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেট কারে ব্রাশফায়ার করে বিএনপি কর্মী আব্দুল হাকিমকে (৫২) হত্যার ঘটনায় দুই দিন পর থানায় মামলা হয়েছে।
নিহতের স্ত্রী তাসফিয়া আলম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় এ মামলা দায়ের করেন।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনার পর আটক করা চারজনকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের মদুনাঘাট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা আব্দুল হাকিমের প্রাইভেট কার লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে গাড়িতে থাকা আব্দুল হাকিম নিহত হন এবং তার চালক মুহাম্মদ ইসমাইল (৩৮) আহত হন।
পুলিশ জানায়, হাকিমের গাড়িতে ২২টি গুলির চিহ্ন পাওয়া গেছে।
নিহত আব্দুল হাকিম রাউজানের বাসিন্দা এবং বিএনপির জ্যেষ্ঠ নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। বুধবার তার দাফন সম্পন্ন হয়েছে।
