
নগরীর যান্ত্রিক জীবনে যখন প্রতিবেশীর খোঁজ রাখার ফুরসত নেই, যখন ড্রেনের ময়লা আর রাস্তার নিরাপত্তাহীনতা দৈনন্দিন জীবনের অংশ, ঠিক তখনই পরিবর্তনের স্বপ্ন নিয়ে একাট্টা হয়েছেন চট্টগ্রামের ঝর্ণাপাড়া নবী চৌধুরী রোডের বাসিন্দারা। ‘নিজেদের মহল্লা নিজেরাই গড়ব’—এই প্রত্যয় নিয়েই যাত্রা শুরু করেছে ‘নবী চৌধুরী রোড মহল্লা উন্নয়ন কমিটি’।
শুক্রবার বিকেলে এই নবগঠিত কমিটির প্রথম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়, যা ছিল নিছক কোনো বৈঠক নয়, বরং একটি সম্মিলিত স্বপ্নের প্রথম পদক্ষেপ। সভায় এলাকার নানা সমস্যা সমাধানের জন্য গুরুত্বপূর্ণ সব আলোচনা উঠে আসে।
শুধু নর্দমা পরিষ্কার বা রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখাই নয়, তাদের ভাবনায় রয়েছে আরও অনেক কিছু। নিরাপত্তার স্বার্থে মহল্লার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হবে সিসিটিভি ক্যামেরা। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে একযোগে কাজ করার শপথ নিয়েছেন তারা। পরিচ্ছন্নতা, নিরাপত্তাসহ মোট ৩৭টি লক্ষ্যকে সামনে রেখে কাজ করবে এই কমিটি।
পুরনো দিনের পঞ্চায়েত ব্যবস্থার মতো সামাজিক উদ্যোগের সঙ্গে আধুনিক প্রযুক্তির মেলবন্ধনও ঘটাচ্ছে এই কমিটি। সভায় সিদ্ধান্ত হয়েছে, কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সেলিম উল্লাহর নেতৃত্বে একটি অনলাইন সোশ্যাল গ্রুপ পরিচালনা করা হবে, যেখানে এলাকার বাসিন্দারা দ্রুত নিজেদের সমস্যা ও মতামত তুলে ধরতে পারবেন।
কমিটির সভাপতি মিয়া ফেরদৌস এবং সাধারণ সম্পাদক নুর উল্ল্যাহ তাদের বক্তব্যে বলেন, এই কমিটি কোনো পদ বা ক্ষমতার জন্য নয়, বরং মহল্লার প্রতি দায়বদ্ধতা থেকে সম্মিলিতভাবে কাজ করার একটি প্ল্যাটফর্ম। তারা এলাকার উন্নয়নে সকলের পরামর্শ ও অংশগ্রহণ কামনা করেন।
একটি নিজস্ব অফিসের পরিকল্পনা নিয়ে এবং ৩৭টি সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে নবী চৌধুরী রোডের বাসিন্দারা যে পরিবর্তনের সূচনা করেছেন, তা হতে পারে নগরীর অন্যান্য মহল্লার জন্যও এক অনুসরণীয় দৃষ্টান্ত।
