
চট্টগ্রামের ফটিকছড়িতে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্য মোতায়েনের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ তদন্তে নেমেছে একটি বিভাগীয় কমিটি।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ দপ্তর গঠিত এই তদন্ত দল বৃহস্পতিবার ফটিকছড়িতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছে।
সম্প্রতি একুশে পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ করা হয়, ফটিকছড়ি উপজেলার আনসার ভিডিপি প্রশিক্ষক মিজানুর রহমানের নেতৃত্বে একটি সিন্ডিকেট সরকারি বরাদ্দ আত্মসাতের জন্য ‘ভুয়া’ আনসার সদস্যের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছে। অনেক পূজামণ্ডপে তালিকাভুক্ত সদস্যদের পরিবর্তে দৈনিক মজুরিতে সাধারণ শ্রমিকদের দিয়ে কাজ করানো হয়েছে বলেও অভিযোগ ওঠে।
এই সংবাদ প্রকাশের পর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ অফিস মানিকছড়ি তিনটহরী ২০ আনসার ব্যাটালিয়নের পরিচালক সাজিদুল ইসলামকে প্রধান করে একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত কমিটির সদস্য ও ব্যাটালিয়নের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, “গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে বিষয়টি অধিকতর তদন্তের লক্ষ্যে আমরা সরেজমিনে এসে সংশ্লিষ্ট কর্মকর্তা ও আনসার সদস্যদের সাথে কথা বলেছি। তদন্ত চলমান রয়েছে।”
এ ব্যাপারে আনসার-ভিডিপি চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপমহাপরিচালক ড. মো. সাইফুর রহমান বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
