হেফাজত-জামায়াত আমাদের বাইরে নয়: রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা হুম্মাম


হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলামীকে ‘নিজেদের বাইরের কেউ নয়’ বলে মন্তব্য করে ঐক্যের ডাক দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী।

শুক্রবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নে এক জনসভায় তিনি বলেন, “শুধু বিএনপি নয়, গত ১৭ বছর ধরে সব বিরোধী দলই নির্যাতনের শিকার হয়েছে। এখন সময় এসেছে দেশকে গুছিয়ে নেওয়ার।”

আসন্ন নির্বাচনকে সামনে রেখে যখন বিভিন্ন ইসলামপন্থী দলের সঙ্গে বিএনপির দূরত্ব দৃশ্যমান হচ্ছে, তখন হুম্মাম কাদের চৌধুরীর এই বক্তব্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।

প্রধান অতিথির বক্তব্যে হুম্মাম কাদের বলেন, “রাস্তায় হেফাজতে ইসলাম, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যানার দেখা গেছে। এরা কেউই আমাদের বাইরে নয়। গত ১৭ বছর ধরে তারা আন্দোলনে আমাদের পাশে ছিল। আমরা কাউকে ছোট চোখে দেখি না।”

একই সঙ্গে তিনি দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়েও কঠোর হুঁশিয়ারি দেন। হুম্মাম কাদের বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন—নির্বাচনের আগে কেউ যদি দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কাজ করে, তাহলে তাকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হবে।”

তিনি আরও বলেন, “যারা নিজেদের ‘জিয়ার সৈনিক’ হিসেবে পরিচয় দেন, তারা সবাই দলের সিদ্ধান্ত মেনে চলবেন।”

পদুয়া ইউনিয়নের রাজারহাট বাজার মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত এই জনসভায় হুম্মাম কাদের চৌধুরী তার বক্তব্যে ‘আওয়ামী লীগের কিছু দোসর’ এলাকায় এখনো সক্রিয় আছে বলে নেতাকর্মীদের সতর্ক করেন।