বাঁশখালীতে সাপের কামড়ে শিক্ষিকার মৃত্যু


চট্টগ্রামের বাঁশখালীতে বিষধর সাপের কামড়ে মুনতাহা বিনতে হাবিব (৩৩) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের বাহারছড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুনতাহা বিনতে হাবিব বাহারছড়া আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষিকা ছিলেন। তার স্বামী মো. নুরুন্নবী একই প্রতিষ্ঠানের পরিচালক।

মো. নুরুন্নবী জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তার স্ত্রী মুনতাহা বাড়ির পাশে পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়।

তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মুনতাহা বিনতে হাবিবকে মৃত ঘোষণা করেন।

শনিবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। মুনতাহা ও নুরুন্নবী দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।