
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘একজন জ্ঞানী, সমৃদ্ধ ও মানবিক নেতৃত্বের প্রতীক’ হিসেবে অভিহিত করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।
শুক্রবার চট্টগ্রামের লোহাগাড়ায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তারেক রহমান কেবল রাজনীতিবিদ নন, একজন চিন্তাশীল মানুষ, যিনি দেশের মানুষ ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন।”
লোহাগাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের উদ্যোগে মোস্তাফিজুর রহমান কলেজ মাঠে আয়োজিত ‘দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জ্ঞাতিসম্মেলন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. সুকোমল বড়ুয়া আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র, ন্যায় ও উন্নয়নের পথে এগিয়ে যাবে। ধর্ম ও মানবতা একে অপরের পরিপূরক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে।”
সাতকানিয়া-লোহাগাড়া বৌদ্ধ ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক ভদন্ত আনন্দপ্রিয় স্থবিরের সভাপতিত্বে এবং দেশপ্রিয় বড়ুয়া ও তুলি বড়ুয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সভাপতি তুষার কান্তি বড়ুয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুজিত বড়ুয়া কাজল এবং কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দমিত্র মহাথের।
