
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী হিসেবে মাওলানা নাছির উদ্দিন মুনিরের নাম ঘোষণা করা হয়েছে।
তিনি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
শনিবার বিকেলে হাটহাজারী পৌরসদরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করে তিনি ‘ইনসাফভিত্তিক সমৃদ্ধ ও আধুনিক হাটহাজারী’ গড়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
মাওলানা নাছির উদ্দিন মুনির বলেন, “আমি হাটহাজারীর মানুষের পরীক্ষিত বন্ধু। ২০১৪ সালে আপনারা আমাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আমি নির্বাচিত হলে হাটহাজারী আসনকে একটি মডেল জনপদ হিসেবে গড়ে তুলব, যেখানে কোনো সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি থাকবে না।”
তিনি উন্নত যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিসহ ১৩ দফার একটি রূপরেখা তুলে ধরেন।
জমিয়তে উলামায়ে বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা হাফেজ আহমদ দীদার কাসেমী, ফতেপুর মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মাহমুদুল হাসান ফতেপুরী, নাজিরহাট বড় মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতী হাবিবুর রহমান কাসেমী, মেখল মাদ্রাসার মহাপরিচালক আল্লামা উসমান ফয়জী, চারিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা ওসমান সাঈদী, মেখল মাদ্রাসার প্রধান মুফতী মুফতী মুহাম্মদ আলী কাসেমী।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামিয়া উম্মুল ক্বুরার মহাপরিচালক মাওলানা আবু তৈয়ব আব্দুল্লাহপুরী, হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আশরাফ নিজামপুরী, নাজিরহাট বড় মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা হাবিবুল্লাহ নদভী, জামিয়া রশিদিয়ার পরিচালক মুফতী আব্দুল আজিজ, ইছাপুর মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল ওয়াদুদ নোমানী, জামিয়া দারুস সুফফার পরিচালক মুফতী সিরাজ উল্লাহ, হাটহাজারী উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা জাফর আহমদ, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরিস নদভী, সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ।
