মাদকাসক্ত হয়ে জনশান্তি বিনষ্ট, হাটহাজারীতে যুবককে ২ মাসের জেল


চট্টগ্রামের হাটহাজারীতে মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিঘ্নিত করার অভিযোগে রাশেদ প্রকাশ মল্লিক (২৯) নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাতে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান জানান, লালিয়ারহাট এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় এক যুবক জনসাধারণের শান্তি বিনষ্ট করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী রাশেদ প্রকাশ মল্লিককে ১০০ টাকা জরিমানা এবং দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বলেন, “হাটহাজারীর সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”