
সংবাদ সংগ্রহ করতে গিয়ে যমুনা টেলিভিশনের একজন সাংবাদিকের ওপর পুলিশি নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক (সিটিআরএন)।
সংগঠনটির পক্ষ থেকে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
রোববার এক বিবৃতিতে সিটিআরএন জানায়, খুলশি থানায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাদের সদস্য ও যমুনা টেলিভিশনের সাংবাদিক জোবায়েদ ইবনে শাহাদাতের ওপর সিএমপির উত্তর জোনের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম অশালীন আচরণ ও শারীরিক নির্যাতন চালান।
বিবৃতিতে বলা হয়, “দায়িত্ব পালনরত একজন সাংবাদিকের সঙ্গে পুলিশের এমন আচরণ গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক নিরাপত্তার প্রতি চরম হুমকি। সাংবাদিক জোবায়েদ ইবনে শাহাদাতকে থানার ভিতরে নিয়ে গিয়ে অপমান ও মারধর করা হয়েছে, যা পেশাগত মর্যাদার চরম অবমাননা।”
সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয়, তবে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।
বিবৃতিতে স্বাক্ষর করেন সিটিআরএন-এর আহ্বায়ক হোসাইন জিয়াদ, যুগ্ম আহ্বায়ক এ কে আজাদ এবং নির্বাহী সদস্য আরিচ আহমদ শাহ, ফখরুল ইসলাম, সৈয়দ তাম্মিম মাহমুদ, ফেরদৌস লিপি ও শহিদুল সুমন।
