হাটহাজারীতে বন বিভাগের অভিযানে শিকারিদের বন্দুক উদ্ধার


চট্টগ্রামের হাটহাজারীতে বন বিভাগের অভিযানে বন্যপ্রাণী শিকারে ব্যবহৃত একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।

রোববার সন্ধ্যায় উপজেলার মন্দাকিনী বিটের জঙ্গল উদালিয়া এলাকার একটি পাহাড় থেকে বন্দুকটি উদ্ধার করা হয়। তবে বন কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যায় বলে জানিয়েছে বন বিভাগ।

মন্দাকিনী বিটের কর্মকর্তা সায়েম শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।

তিনি বলেন, “ঘটনাস্থল থেকে বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত একটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং একটি হ্যান্ড ড্রিল মেশিন উদ্ধার করা হয়।”

সায়েম শাহরিয়ার আরও জানান, উদ্ধার করা অস্ত্রটি হাটহাজারী মডেল থানার অস্ত্রাগারে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।