হালদা নদী থেকে সাড়ে ৪ হাজার মিটার অবৈধ জাল জব্দ


দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার হাজার মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়েছে।

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হালদা নদীর অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের সহায়তায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, “হালদা নদীর মা মাছ এবং জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে মৎস্য কর্মকর্তা মো. শওকত আলীর সঙ্গে আরও অংশ নেন হালদা নৌ পুলিশ ক্যাম্পের এএসআই রমজান আলী, পাহারাদার শহীদুল্লাহ ও আলাউদ্দিন।