বাঁশখালীতে ফিটনেসবিহীন এস আলম বাসের ধাক্কায় যাত্রী ছাউনি লণ্ডভণ্ড


চট্টগ্রামের বাঁশখালীতে বেপরোয়া গতির একটি এস. আলম পরিবহনের বাসের ধাক্কায় একটি যাত্রী ছাউনি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। বাসটির ফিটনেস সনদের মেয়াদ গত সপ্তাহেই শেষ হয়ে গিয়েছিল বলে বিআরটিএ সূত্রে জানা গেছে।

মঙ্গলবার সকালে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের সোলতানিয়া সড়কের মাথায় এ ঘটনায় কেউ হতাহত না হলেও ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীর ব্যবহৃত আশ্রয়স্থলটি মাটির সঙ্গে মিশে গেছে।

প্রত্যক্ষদর্শী আতিক সওদাগর ও মোরশেদুল ইসলাম জানান, চট্টগ্রামমুখী বাসটি (চট্ট মেট্রো-ব ১১-১৭০৬) বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী ছাউনিটিতে সজোরে ধাক্কা দেয়। এ সময় ক্ষুব্ধ স্থানীয়রা চালকসহ বাসটি আটক করলে এস. আলম কর্তৃপক্ষ ছাউনিটি পুনরায় নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেয়।

স্থানীয়রা জানান, পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসা, মাস্টার নজির আহমেদ ডিগ্রি কলেজ ও নাপোড়া-শেখেরখীল উচ্চ বিদ্যালয়সহ প্রায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই ছাউনিটি ব্যবহার করত।

স্থানীয় বিএনপি নেতা সোলতানুল আজিম চৌধুরী অভিযোগ করেন, এস. আলম পরিবহনের বাসগুলো প্রায়ই এই স্থানে দুর্ঘটনা ঘটায়। কিছুদিন আগেও একই পরিবহনের বাসের ধাক্কায় জাফর আহমদ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছিল বলে জানান তিনি।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম অফিসের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, বাসটির ফিটনেস সনদের মেয়াদ গত ৬ অক্টোবর শেষ হয়ে গেছে।

এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম বলেন, “আমি খবর পেয়ে ঘটনাস্থলে সহকারী কমিশনারকে (ভূমি) পাঠিয়েছি। এটি যেহেতু সরকারি সম্পদ, তাই এস. আলম কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে।”

এ বিষয়ে বক্তব্য জানতে এস. আলম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।