সুয়াবিলকে নতুন উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে ফটিকছড়িতে মানববন্ধন


প্রস্তাবিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের হাজারো বাসিন্দা।

‘জনগণের মতামত ছাড়াই’ এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অভিযোগ করে তারা এই প্রস্তাব প্রত্যাহারের দাবি জানান।

মঙ্গলবার বিকেলে সুয়াবিল চুরখাঁহাট বাজারে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, সুয়াবিল থেকে বর্তমান ফটিকছড়ি উপজেলা সদরের দূরত্ব মাত্র ৫ কিলোমিটার, অথচ প্রস্তাবিত নতুন উপজেলার সদর দপ্তর বাগান বাজারের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। এতে জনগণের ভোগান্তি বাড়বে।

মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা গবেষক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, “আমরা সরকারের উন্নয়নমূলক উদ্যোগকে স্বাগত জানাই, তবে প্রশাসনিক বিভাজনে জনগণের মতামতকেই অগ্রাধিকার দিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

সংগঠক আমান উল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন নাজিরহাট কলেজের সাবেক অধ্যক্ষ এস. এম. নুরুল হুদা, ডা. এস. এম. ফরিদ, অ্যাডভোকেট ইছমাইল, সংগঠক শাহজাহান, গাজী আমান উল্লাহ, জয়নাল আবেদীন, এম. এ হায়াত এবং এম. এন আলম।