
চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় এবং মেয়র ডা. শাহাদাৎ হোসেনের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেয়র আন্তঃ জেলা রেফারিজ ফুটবল ২০২৫’।
আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর চট্টগ্রাম স্টেডিয়ামে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে আটটি জেলার রেফারিদের দল অংশ নেবে।
চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের কথা মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন সংগঠনের সভাপতি ও পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক ও সাবেক ফিফা রেফারি আবদুল হান্নান মিরন।
বিবৃতিতে আলমগীর হোসেন ও আবদুল হান্নান মিরন জানান, টুর্নামেন্টে চট্টগ্রামসহ কক্সবাজার, খাগড়াছড়ি, ফেনী, লক্ষীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের দল অংশ নেবে।
তারা জানান, চট্টগ্রামের মেয়র ডা. শাহাদাৎ হোসেনের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে, যার মূল লক্ষ্য রেফারিদের মধ্যে সম্প্রীতি ও মেলবন্ধন তৈরি করা।
