হাটহাজারীতে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত, আহত ১


চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অভি দাশ (৩৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন; এ ঘটনায় তানিম নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাট দাতারাম সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অভি দাশ ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিন্টু দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চৌধুরীহাটের একটি ফুলের দোকানের সামনে কয়েকজন দুর্বৃত্তের সঙ্গে অভিদাশের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও ধস্তাধস্তিতে রূপ নিলে দুর্বৃত্তরা অভিদাশ ও তার সঙ্গী তানিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক অভিদাশকে মৃত ঘোষণা করেন। আহত তানিম সংকটাপন্ন অবস্থায় সেখানে চিকিৎসাধীন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, অভি দাশ আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও ৫ আগস্টের পর ছাত্রদলের নেতা হন এবং চৌধুরীহাট এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমরা ঘটনাস্থলে আছি এবং বিষয়টি তদন্ত করে দেখছি। বিস্তারিত পরে জানানো হবে।”