
চট্টগ্রামের বাঁশখালীতে ১ হাজার ২০০ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিয়েছে মাস্টার নজির আহমদ ট্রাস্ট।
বুধবার দুপুরে মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই বই বিতরণ করা হয়, যা ছিল ট্রাস্টের ১৫তম বার্ষিক বই বিতরণ কর্মসূচি।
মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের সদস্য ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মিসেস মরিয়ম বেগম।
প্রধান অতিথির বক্তব্যে মিসেস মরিয়ম বেগম শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি কমিয়ে বই পড়ার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “বই মানুষের অন্ধকার জীবনকে তাড়িয়ে দিয়ে নতুন জীবনের ধারণা দেয়। শিক্ষা মানে শুধু অনার্স-মাস্টার্স অর্জন করা নয়, স্ব-শিক্ষায় শিক্ষিত হতে হবে।”
তিনি আরও জানান, তার প্রয়াত পিতা মাস্টার নজির আহমদের স্বপ্ন বাস্তবায়নে ট্রাস্টের মাধ্যমে তারা বিভিন্ন মানবিক কাজ অব্যাহত রেখেছেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ আবদুল কাদের বলেন, “একসময় বলা হতো ‘জলদির দক্ষিণে আর দক্ষিণ নেই’। কিন্তু বিশিষ্ট শিক্ষানুরাগী মাস্টার নজির আহমদ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে এই অঞ্চলে শিক্ষার আলো জ্বেলেছেন। তার ছেলেমেয়েরা সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন।”
অনুষ্ঠানে মাস্টার নজির আহমেদ ডিগ্রি কলেজ ছাড়াও পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসা, যাতানুরাইন ফাজিল মাদ্রাসা, জলদি হোসাইনিয়া কামিল মাদ্রাসা, রংগিয়াঘোনা মনছুরিয়া ফাজিল মাদ্রাসা ও শেখেরখীল দারুচ্ছালাম আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের বই দেওয়া হয়।
কলেজের অধ্যাপক মফিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে ওয়াহিদুল ইসলামের কোরআন তেলাওয়াত ও মোহনা সিকদারের গীতা পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোশাররফ হোসাইন, রংগিয়াঘোনা মনছুরিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মাহফুজুর রহমান, বনশ্রী সেন গুপ্ত ও তুষার কান্তি ভারতী।
