রাঙ্গুনিয়ায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণ-প্রকল্প পুনরুজ্জীবনের আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ-প্রকল্পটি পুনরুজ্জীবনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংযুক্ত আরব আমিরাতের বিদায়ী রাষ্ট্রদূত সাঈদ বিন হাজার আল সেহি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এই আহ্বান জানান।

এসময় তাদের মধ্যে আমিরাত ব্যবসায়ীদের বাংলাদেশের অন্যান্য খাতে বিনিয়োগসহ দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর আহ্বানের প্রেক্ষিতে রাষ্ট্রদূত সাঈদ বিন হাজার আল সেহি হাসপাতাল নির্মাণে সংযুক্ত আরব আমিরাতের আন্তরিকতা ও ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে অনুষ্ঠেয় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে রাঙ্গুনিয়া বিশেষায়িত হাসপাতাল নির্মাণসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে।

প্রসঙ্গত, এরশাদ সরকারের আমলে আরব আমিরাতের বাদশা সুলতান জাহেদ বিন আল নাহিয়ান বাংলাদেশ পরিদর্শনে এসে বেতাগী-পোমরা ইউনিয়নের ১১০ একর ভূ-সম্পত্তি কেনেন। এরশাদ নামমাত্র মূল্যে জায়গাগুলো বাদশাকে উপহার দেন। তিনি ‘পারসোনাল প্রোপার্টি অব সুলতান জাহেদ বিন আল নাহিয়ান’ নামে একটি প্রকল্প গড়ে তোলেন। বাদশার স্বপ্ন ছিল, বাংলাদেশে অবস্থানকালে নিরাপদে অবকাশ যাপন, কর্ণফুলী নদীর তীরে পার্ক নির্মাণ, কৃষি খাতে বিপ্লব ও বিভিন্ন উন্নয়নমুখি কলকারখানা গড়ে তোলা। ২০০৫ সালে আরব আমিরাত বাদশা সুলতান জাহেদ বিন নাহিয়ান মারা যান। তার মৃত্যুর পর প্রকল্প কার্যক্রম থমকে যায়। ‘পারসোনাল প্রোপার্টি অব সুলতান জাহেদ বিন আল নাহিয়ান’ প্রকল্পটি তার পুত্রের পরিচালিত‘চ্যারিটি ফাউন্ডেশন’ এর কাছে দায়িত্ব বুঝিয়ে দেন। চ্যারিটি ফাউন্ডেশনের অধীনে ভূ সম্পত্তি দেখভাল করার লক্ষে ‘অত্যন্ত ও নিশ্চিত সার্ভিসেস লিমিটেড’ নামের একটি বাংলাদেশি নিরাপত্তা সংস্থার কাছে দায়িত্ব দেয়া হয়।

সাবেক পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদের কূটনৈতিক তৎপরতায় বাদশা পরিবারের পরিচালনাধীন নাহিয়ান ফাউন্ডেশনের সাথে যোগাযোগের মাধ্যমে ২০১৪ সালে প্রকল্প এলাকায় বিশ্বমানের আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের যৌথ চুক্তি স্বাক্ষরিত হয়। হাসপাতালটির নির্মাণ-ব্যয় ধরা হয় প্রায় ৩ হাজার কোটি টাকা।

এরপর বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সাইদ বিন হাজার আল সেহি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাৎ করে নাহিয়ান ফাউন্ডেশনের উদ্যোগে হাসপাতাল নির্মাণের ব্যাপারে সার্বিক সহযোগিতা কামনা করেন। আরব আমিরাত থেকে বিশেষজ্ঞ প্রকৌশলীদের একটি প্রতিনিধিদল রাঙ্গুনিয়ায় হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শন করলেও দীর্ঘ তিন বছরে প্রকল্পটির কার্যক্রম আর এগোয়নি।
রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের এ সংক্রান্ত আলোচনার পর প্রকল্পটি এবার আলোর মুখ দেখবে বলে আশা করা হচ্ছে।