ফটিকছড়িতে কাবাডি টুর্নামেন্টে তৌহিদুল আনোয়ার হাই স্কুল চ্যাম্পিয়ন


চট্টগ্রামের ফটিকছড়িতে কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে তৌহিদুল আনোয়ার হাই স্কুল। ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ স্লোগানে আয়োজিত ‘তারুণ্য উৎসব-২৫’ এর অংশ হিসেবে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে তারা ফটিকছড়ি করোনেশন হাই স্কুলকে ৩৬-১৭ পয়েন্টে পরাজিত করে।

বুধবার তৌহিদুল আনোয়ার হাই স্কুলের সার্বিক তত্ত্বাবধানে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই প্রতিযোগিতায় উপজেলার মোট পাঁচটি স্কুল অংশ নেয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া কর্মকর্তা আবদুল বারী। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন শারীরিক শিক্ষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গিয়াস উদ্দিন বাবর ও তৌহিদুল আনোয়ার হাই স্কুলের প্রধান শিক্ষিকা কাউছার বেগম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফটিকছড়ি করোনেশন হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দীন এবং নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এমরান হোসেন।

এর আগে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন গিয়াস উদ্দিন বাবর। খেলা পরিচালনা করেন চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক মোহাম্মদ সাইফুল্ল্যাহ মুনির রনি এবং তৌহিদুল আনোয়ার হাই স্কুলের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ রুবেল হাসান।

আয়োজক স্কুলের প্রধান শিক্ষিকা কাউছার বেগম বলেন, “হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফেরাতে এবং খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতেই আমাদের এই আয়োজন।”