
চট্টগ্রামের সাতকানিয়ায় জানালার গ্রিল কেটে ও গেটের তালা ভেঙে একদল ডাকাত একটি বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় আট ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।
বুধবার গভীর রাতে উপজেলার জনার কেঁওচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মুহাম্মদ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় পরিবারের এক সদস্য আহত হয়েছেন।
বাড়ির মালিকের ছেলে হোসাইন মোহাম্মদ এহছান বলেন, রাত আনুমানিক ৩টার দিকে ১৫-২০ জনের মুখোশধারী একটি দল বাড়িতে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে একটি কক্ষে জিম্মি করে ফেলে। এরপর তারা ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১ লক্ষ টাকা, দুটি মোবাইল ফোন ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।
এ সময় ডাকাতদের হামলায় এহছানের ভাগ্নে এমরান বিন মুসা (২৫) আহত হন। বাড়ি ছাড়ার আগে ডাকাতরা আতঙ্ক ছড়াতে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। খবর পেয়ে এলাকাবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
খবর পেয়ে রাতেই সাতকানিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জহির আমিন জানান, ঘটনার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সার্কেল এএসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সদস্যরা বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেছেন এবং তদন্ত শুরু করেছেন।
