সাতকানিয়ায় এইচএসসি ফল: পাসের হারে কলেজকে ছাড়িয়ে গেল মাদ্রাসা


সারাদেশে প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কলেজগুলোর চেয়ে পাসের হারে দ্বিগুণেরও বেশি সাফল্য দেখিয়েছে মাদ্রাসাগুলো। মাদ্রাসাগুলোর গড় পাসের হার ৯২.১৯ শতাংশ, যেখানে কলেজগুলোর গড় পাসের হার মাত্র ৪৬.৫৪ শতাংশ।

বৃহস্পতিবার প্রকাশিত ২০২৫ সালের ফলাফল বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর সাতকানিয়ার ১০টি মাদ্রাসা ও ৮টি কলেজ থেকে মোট ২ হাজার ৮৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৪৬৯ জন।

উপজেলার ১০টি মাদ্রাসা থেকে মোট ৩৩৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩০৭ জন পাস করেছেন এবং ২০ জন জিপিএ-৫ পেয়েছেন। অন্যদিকে, ৮টি কলেজ থেকে মোট ২ হাজার ৪৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ হাজার ১৬২ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৪৭ জন।

সাফল্যের শীর্ষে মাদ্রাসা

এ বছর উপজেলার মাদ্রাসাগুলোর মধ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে গারাঙ্গিয়া ইসলামিয়া রাব্বানিয়া মহিলা আলিম মাদ্রাসা, যেখানে পাসের হার ৯৮.২৪ শতাংশ এবং ৬ জন জিপিএ-৫ পেয়েছেন।

এছাড়া বাজালিয়া হেদায়েতুল ইসলাম ফাজিল মাদ্রাসায় পাসের হার ৯৬.৯৭ শতাংশ (৩ জন জিপিএ-৫), গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় ৯৫.৭৪ শতাংশ (৪ জন জিপিএ-৫) এবং সাতকানিয়া মাহমুদুল উলুম ফাজিল মাদ্রাসায় পাসের হার ৯৪.৩৪ শতাংশ (৪ জন জিপিএ-৫)।

অন্যান্য মাদ্রাসাগুলোর মধ্যে সৈয়দাবাদ এমদাদুল উলুম দুদু ফকির আলিম মাদ্রাসা ৯৩.৩৩ শতাংশ (১ জন জিপিএ-৫), বায়তুশ শরফ আখতারিয়া আলিম মাদ্রাসা ৯১.৬৭ শতাংশ (১ জন জিপিএ-৫), কেরানীহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ৯০.০০ শতাংশ, ছদাহা মোহাম্মদিয়া খায়রিয়া আলিম মাদ্রাসা ৮৮.২৪ শতাংশ, কাঞ্চনা আনওয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসা ৮৫.১৫ শতাংশ এবং রসুলাবাদ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ৭৮.১২ শতাংশ (১ জন জিপিএ-৫) পাস করেছে।

কলেজগুলোর ফল

কলেজগুলোর মধ্যে সর্বোচ্চ ৮০.৩৭ শতাংশ পাস করেছে চিব্বাড়ী আব্দুল মোতালেব কলেজ, যেখান থেকে ৫ জন জিপিএ-৫ পেয়েছেন। আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজে পাসের হার ৫৪.২২ শতাংশ (১১ জন জিপিএ-৫) এবং সাতকানিয়া সরকারি কলেজে পাসের হার ৫২.৭৭ শতাংশ (২৮ জন জিপিএ-৫)।

তবে বেশ কয়েকটি কলেজের ফলাফল হতাশাজনক। উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজে পাসের হার মাত্র ২০.৭২ শতাংশ এবং বারদোনা শাহ মজিদিয়া মৌলানা আব্দুলবারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পাসের হার সর্বনিম্ন ১৬.৬৭ শতাংশ। এছাড়া কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম কলেজে পাসের হার ৩৩.৪৫ শতাংশ (৩ জন জিপিএ-৫), সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে ৩১.২৯ শতাংশ এবং মির্জাখীল হাই স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৩০.০০ শতাংশ।

এ বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “এ বছর আলিম পরীক্ষায় সাতকানিয়ার মাদ্রাসাগুলো যে সফলতা অর্জন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। শিক্ষকদের নিষ্ঠা, শিক্ষার্থীদের পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতা—সব মিলিয়ে এ সাফল্য সম্ভব হয়েছে।” তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে কলেজগুলোও শিক্ষার্থী উপস্থিতি ও ক্লাসের মানোন্নয়নে গুরুত্ব দিয়ে সার্বিক শিক্ষার মান আরও উন্নত করবে।