এইচএসসি: হাটহাজারীতে পাসের হার কমলেও সেরা সরকারি কলেজ


সারাদেশে প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সার্বিকভাবে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে। তবে এর মধ্যেও ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে হাটহাজারী সরকারি কলেজ, যেখান থেকে একাই ৭১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৪ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, যাদের মধ্যে পাস করেছেন ২ হাজার ৩৩২ জন। পাসের হার প্রায় ৪৮.৯ শতাংশ। মোট ১০৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও তার বেশিরভাগই হাটহাজারী সরকারি কলেজের। উপজেলার ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে সাতটি থেকে একজনও জিপিএ-৫ পায়নি।

সাফল্যের শীর্ষে হাটহাজারী সরকারি কলেজ

এ বছরও ঈর্ষণীয় সাফল্য ধরে রেখেছে হাটহাজারী সরকারি কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ১ হাজার ২০৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯৮১ জন পাস করেছেন, পাসের হার ৮১.৩৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৭১ জন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ বলেন, “আমাদের কলেজের সাফল্যের ধারাবাহিকতায় এ বছরও এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা শহরের বাইরের কলেজগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে। এটি সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফল।”

অন্যান্য প্রতিষ্ঠানের ফলাফল

অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৭ জন, নাজিরহাট কলেজ থেকে ৮ জন, কাটিরহাট মহিলা কলেজ থেকে ৭ জন, কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন ডিগ্রী কলেজ থেকে ২ জন, ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রী কলেজ থেকে ২ জন এবং কেসি শহীদ জিয়াউর রহমান কলেজ থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

অন্যদিকে, হাটহাজারী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ফতেয়াবাদ সিটি কর্পোরেশন বালিকা স্কুল অ্যান্ড কলেজ, জোবরা পিপি স্কুল অ্যান্ড কলেজ, আলীপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজ, আকবরীয়া স্কুল অ্যান্ড কলেজ, ঈদগাহ বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ এবং রহিমপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। এর মধ্যে আলীপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের পাসের হার সর্বনিম্ন, মাত্র ১২.৮২ শতাংশ।