সিইপিজেডে কারখানার আগুন ৯ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, জ্বলছে পুরো ভবন


চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি সাততলা ভবনে লাগা ভয়াবহ আগুন নয় ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ার পাশাপাশি পাশের একটি তিনতলা ভবনেও লেগেছে।

বৃহস্পতিবার বেলা দুইটার দিকে লাগা এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের সঙ্গে নৌবাহিনী, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও যোগ দিয়েছেন। তবে আগুনের তীব্রতার কারণে তারা ভবনের কাছে যেতে পারছেন না।

কারখানার ভেতর থেকে থেকে ছোট ছোট বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিইপিজেড কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার পরপরই ভবনে থাকা প্রায় ৭০০ শ্রমিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং ভেতরে কেউ আটকা পড়েননি।

সরেজমিনে রাত সাড়ে আটটার দিকে দেখা যায়, আগুনের তীব্র তাপে ভবনের ছাদ ধসে পড়ছে এবং চারদিকে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আশপাশের ভবনগুলোতে পানি ছিটিয়ে আগুন ছড়িয়ে পড়া রোধ করার চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, “আগুনের তাপের কারণে কারখানাটির কাছে যাওয়া যাচ্ছে না। ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।”

এর আগে বেলা দুইটার দিকে সিইপিজেডের ‘অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সাইল লিমিটেড’ ও ‘জিহং মেডিকেল কোম্পানি’র গুদামে এই আগুনের সূত্রপাত হয়। ভবনটির সপ্তম তলায় কারখানা দুটির গুদাম অবস্থিত।

এদিকে, আগুনের ঘটনার পর সিইপিজেড কর্তৃপক্ষ আশপাশের কারখানাগুলোও বন্ধ ঘোষণা করেছে।

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) নির্বাহী পরিচালক আবদুস সুবাহান বলেন, “আশপাশের কোনো কারখানা খোলা রাখা হয়নি। আগুন যাতে আর না ছড়ায়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

একটি কারখানার নিরাপত্তাকর্মী সাইফুল ইসলাম জানান, তার রাতের পালায় ডিউটি থাকলেও তাকে কারখানার দিকে যেতে দেওয়া হচ্ছে না।