বাঁশখালীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নারীর মৃত্যু


চট্টগ্রামের বাঁশখালীতে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় সন্ধ্যা রাণী দাস (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে বাঁশখালী প্রধান সড়কে ডায়াবেটিক হাসপাতাল ও মেডিকেল সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক গাড়িটি শনাক্ত করতে পারেনি।

নিহত সন্ধ্যা রাণী দাস বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদি মহাজনঘাটা এলাকার প্রয়াত আশীষ দাসের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যা রাণী দাস সকালে ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হয়েছিলেন। হাসপাতালের সামনে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, “সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি নারীটি মারা গেছেন। আমরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।”

বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) বিভাষ কুমার সাহা জানান, “অজ্ঞাত গাড়ি পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় যানবাহন শনাক্ত করা যায়নি।”

তিনি আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ থানায় আনা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। এসআই বিভাষ কুমার সাহা এবং ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।