মাছ ধরতে গিয়ে নিখোঁজ: হাটহাজারীতে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার


চট্টগ্রামের হাটহাজারীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর পুকুর থেকে নূরুল আলম (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ওবায়দুল্লাহ নগর এলাকার একটি পুকুরে তার লাশ ভেসে ওঠে। এর আগে বৃহস্পতিবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহত নূরুল আলম ওই এলাকার প্রয়াত গোলাম হোসেনের ছেলে। তিনি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয়রা জানান, নূরুল আলম প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলেও ওই পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে যান। কিন্তু সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

রাতে পুকুর পাড়ে তার মাছ ধরার সরঞ্জাম পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরে জাল ফেলে এবং ডুব দিয়ে তল্লাশি চালান কিন্তু তার সন্ধান মেলেনি।

শুক্রবার সকালে হাটহাজারী ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসার আগেই স্থানীয়রা আবার তল্লাশি শুরু করলে পুকুরে নূরুল আলমের লাশ ভেসে ওঠে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ধারণা করা হচ্ছে মাছ ধরার সময় কোনোভাবে পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।