
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। প্রায় আধঘণ্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।
শুক্রবার জুমার নামাজের পর দুপুর ২টার দিকে লোহাগাড়া উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
অবরোধকারীরা মহাসড়কে গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে ব্যারিকেড সৃষ্টি করলে চট্টগ্রাম ও কক্সবাজারমুখী উভয় লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
খবর পেয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। তিনি অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন।
ইউএনও মো. সাইফুল ইসলামের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিক্ষোভকারীরা প্রায় আধঘণ্টা পর অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
