হাটহাজারীর সাংবাদিক মহিন উদ্দীনের মা আর নেই


দৈনিক সমকালের হাটহাজারী উপজেলা সংবাদদাতা মো. মহিন উদ্দীনের মা মোছা. জেবুন্নেছা (৬৫) মারা গেছেন।

শুক্রবার বেলা ২টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মোছা. জেবুন্নেছা হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সেকান্দর মিয়ার স্ত্রী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

নিহতের নিকটাত্মীয় শরীফ জানান, শুক্রবার রাত ১০টায় ফরহাদাবাদ ইউনিয়নের ফকিরটিলা মাজার সংলগ্ন মাঠে মরহুমার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মো. মহিন উদ্দীন ও শরীফ সহ পরিবারের সদস্যরা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।