শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

‘ফটিকছড়ি উত্তরে’র সদর দপ্তর নারায়ণহাটে করার দাবিতে মানববন্ধন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৭ অক্টোবর ২০২৫ | ৮:১৬ অপরাহ্ন


প্রস্তাবিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর নারায়ণহাটে স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সর্বস্তরের জনসাধারণ।

শুক্রবার বিকেলে উপজেলার রামগড়-হেঁয়াকো সড়কের নারায়ণহাট মোড়ে ‘সচেতন নাগরিক সমাজ’ এর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে শত শত বাসিন্দা অংশ নেন।

বক্তারা বলেন, ফটিকছড়ি উপজেলাকে বিভক্ত করে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের সরকারি সিদ্ধান্তকে তারা স্বাগত জানান। তবে প্রস্তাবিত উপজেলার ভৌগোলিক মধ্যবর্তী স্থান বিবেচনায় নারায়ণহাটের আশেপাশে সদর দপ্তর স্থাপন করাই ‘যৌক্তিক’ হবে বলে তারা দাবি করেন।

তারা হুঁশিয়ারি দেন, এই দাবি মানা না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আবছার উদ্দিন হেলালের সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিজিএমইএর পরিচালক রকিবুল আলম চৌধুরী, নারায়ণহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম এ ছত্তার, নারায়ণহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আ.ও.ম ফারুখ হোসাইন, নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের চৌধুরী, নারায়ণহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার অলি আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান এম হারুন রশিদ।

এ সময় আরও বক্তব্য রাখেন ব্যাংকার আবুল মনছুর, ব্যবসায়ী ইউসুফ মোহাম্মদ, রাজনীতিবিদ নজরুল ইসলাম, কামাল উদ্দিন শিকদার, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক চৌধুরী খালেদ বিন সরওয়ার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সমন্বয়ক মাস্টার রতন কান্তি চৌধুরী, রাজনীতিবিদ মাওলানা মহররম আলী, ওসমান গণি হোসাইনি, আব্দুল মাবুদ হোসাইনী, সমাজসেবক সৈয়দুল হক সৈয়দ।

এছাড়াও বক্তব্য দেন নারায়ণহাট ইউপি সদস্য শওকত উসমান, আলতাফ উদ্দিন, নাসির উদ্দিন বাবু, তারেক বিন সালাম, মো. জামাল উদ্দীন, সাবেক ইউপি সদস্য আব্দুল করিম বাবুল, সাবেক ছাত্রনেতা রোকন উদ্দিন শিকদার, সাজ্জাদুল হাসনাত, ছাত্রনেতা রবিউল হোসাইন তানজিম, মিনহাজ উদ্দিন, জসিম উদ্দিন চৌধুরী সাজ্জাদ, মুহাম্মদ রাইহান এবং মো. জামাল উদ্দীন।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সেবামূলক সংগঠনের নেতাকর্মীরাও একাত্মতা প্রকাশ করেন।