
চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়ন পরিষদের হলরুমকে ‘অস্থায়ী কার্যালয়’ বানিয়ে দলীয় কর্মসূচি পালনের অভিযোগ উঠেছে ভূজপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক একরামুল হক একরামের বিরুদ্ধে।
সরকারি ছুটির দিনেও পরিষদের হলরুম ব্যবহার করে ছাত্রদলের সভা করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।
অভিযোগ উঠেছে, শুক্রবার সন্ধ্যায় একরামুল হক একরাম পরিষদের হলরুমে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীরের অনুসারী ইউনিয়ন ছাত্রদলের নবীন কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক আলোচনা সভা করেন।
ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরীর দেওয়া এক ফেসবুক পোস্টে দেখা যায়, একরামুল হক একরাম ইউনিয়ন পরিষদের প্রশাসকের চেয়ারে বসে সভা পরিচালনা করছেন।
তবে হলরুম ব্যবহারের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি বলে জানিয়েছেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অঞ্জন চৌধুরী। দায়িত্বরত চৌকিদার আব্দুস সালাম অভিযোগ করেন, ছাত্রদল কর্মীরা তাকে ডেকে এনে অনেকটা জোর করেই অফিস খুলিয়ে সভা করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা একরামুল হক একরাম প্রথমে বিষয়টি অস্বীকার করে ছবিগুলো পুরোনো বলে দাবি করেন। তবে ছাত্রদল নেতা ইয়াকুব চৌধুরী শুক্রবার সন্ধ্যায় পরিষদের হলরুমে সভা করার কথা স্বীকার করেছেন।
ভূজপুর থানা যুবদলের আহ্বায়ক নুরুল আমীন আজাদ বলেন, “সাংগঠনিক কার্যক্রমের জন্য দলীয় কার্যালয় রয়েছে। সরকারি অফিস ব্যবহার করে বৈঠক করার প্রয়োজন কেন? বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দাঁতমারা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। অনুমতি না নিয়ে পরিষদ ব্যবহার করে দলীয় কর্মকাণ্ড করার কোনো বিধান নেই।” তিনি জানান, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
