
চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে এক পরিবারকে অব্যাহত হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারটি থানায় অভিযোগ দায়ের করার পর থেকে আরও বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছে এবং পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে।
উপজেলার দাঁতমারা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের জাহানারা বেগম (৬৫) ও তার পরিবারের সদস্যরা শুক্রবার সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।
জাহানারা বেগম জানান, তাদের প্রতিবেশী বজল আহমদের ছেলে আবুল খায়ের প্রকাশ আবুল মনসুর (৪০), রফিকুল ইসলামের ছেলে নুরুল ইসলাম (৫০) এবং মো. শফির ছেলে আজিজুল হকের (৫৮) সঙ্গে তাদের জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে একাধিক মামলাও বিচারাধীন।
তিনি অভিযোগ করেন, বিবাদীরা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং প্রায়ই তার স্বামী মাহবুবুল আলমকে রাস্তায় হুমকি দেন। গত ১১ অক্টোবর মাহবুবুল আলমকে পথ আটকিয়ে জুতাপেটা ও মারধরের হুমকি দেওয়া হয়। এর দুদিন পর ১৩ অক্টোবর অভিযুক্তরা তাদের বসতঘরে ঢুকে জাহানারা বেগমসহ পরিবারের সদস্যদের গালাগালি করে এবং ঘরে আগুন লাগিয়ে এলাকাছাড়া করার হুমকি দেয়।
জাহানারা বেগমের ছেলে মো. রফিকুল আলম অভিযোগ করেন, “এর আগেও অভিযুক্তদের বিরুদ্ধে ভাঙচুর ও হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। কিন্তু পুলিশের নিষ্ক্রিয়তায় তারা দ্বিগুণ হারে অত্যাচার চালাচ্ছে। পুলিশ আর্থিক প্রলোভনে বা প্রভাবশালীদের চাপে অত্যাচারীদের পক্ষ নিচ্ছে বলে আমাদের সন্দেহ।”
স্থানীয় বাসিন্দা করিম মিয়া বলেন, “পুলিশের নিষ্ক্রিয়তায় অপরাধীরা প্রকাশ্যে ঘুরছে এবং নিরীহ লোকজনকে হুমকি দিচ্ছে।”
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আবুল খায়ের প্রকাশ আবুল মনসুর দাবি করেন, “এসব আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা। আমরা কখনোই কারো ক্ষতি করিনি।”
এ বিষয়ে ভুজপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, “অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। পুলিশের বিরুদ্ধে কোনো নিষ্ক্রিয়তার অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
