সাতকানিয়ায় নিখোঁজের ৩ দিন পর মাছের প্রজেক্টে বৃদ্ধের লাশ


চট্টগ্রামের সাতকানিয়ায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মনির আহমদ (৭৮) নামে এক বৃদ্ধের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের একটি মাছের প্রজেক্ট থেকে তার ভাসমান লাশটি উদ্ধার করা হয়।

নিহত মনির আহমদ ওই ইউনিয়নের জমাদার পাড়া এলাকার মৃত অলি মিয়া মেম্বারের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, মনির আহমদ গত বুধবার (১৫ অক্টোবর) বিকেল থেকে নিখোঁজ ছিলেন। শনিবার রাতে সোনাকানিয়ার মেডিখোলা এলাকায় একটি মাছের প্রজেক্টে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আরিফুল ইসলাম সিদ্দিকী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাউছার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতের আত্মীয় বেলাল উদ্দিন জানান, পরিবারের ধারণা মনির আহমদ অসতর্কতাবশত পানিতে পড়ে মারা গেছেন। এ ব্যাপারে পরিবারের কারও কোনো অভিযোগ নেই।

সোনাকানিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহিউদ্দীন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সদস্যদের অনুরোধে এবং কোনো অভিযোগ না থাকায় রাতেই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সাতকানিয়া থানার ওসি আবু মাহমুদ কাউছার হোসেন জানান, লাশ উদ্ধারের ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।