
চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়ায় ‘ইয়াং স্টার ক্লাবে’র উদ্যোগে আয়োজিত ‘অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। টাইব্রেকারে সাবিত রাইজিং স্টার ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাবু কিং স্টার ক্লাব।
রোববার বিকেলে ছনুয়া মছন ফকির পাড়া লবণের মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র ছিল। পরে টাইব্রেকারে বাবু কিং স্টার ক্লাব ৬-৫ গোলে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন রেফারি মোহাম্মদ জমির।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহমদ কবির মানিক এবং সঞ্চালনা করেন মনসুর আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উন্নয়ন পরিষদের সভাপতি লায়ন মোহাম্মদ আমিরুল হক এমরুল কায়েস। তিনি তার বক্তব্যে বলেন, “তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অকল্যাণ থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের বিকল্প নেই। ইয়াং স্টার ক্লাবের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছনুয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন ফয়সাল, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শফিকুর রহমান, এহসান উল্লাহ, আবুল কাশেম, মোহাম্মদ শাহজাহান, মিজানুর রহমান ও সুফি আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথি লায়ন মোহাম্মদ আমিরুল হক এমরুল কায়েস বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়।
