হাটহাজারীর ইউপি চেয়ারম্যান শাহেদ গ্রেপ্তার


চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদুল আলম সাহেদকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনাসহ কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

রোববার বিকেলে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকার একটি রেস্তোরাঁ থেকে পাঁচলাইশ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার শাহেদুল আলম সাহেদ উত্তর মাদার্শা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বদিউল আলম হাট এলাকার মোহাম্মদ সোলায়মানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে সাহেদকে গ্রেপ্তার করে।

তবে এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া রোববার সন্ধ্যায় বলেন, “এখনো পর্যন্ত ওই চেয়ারম্যানের গ্রেপ্তারের কোনো তথ্য আমাদের হাতে আসেনি।” (যেহেতু গ্রেপ্তারটি নগরীর পাঁচলাইশ থানা পুলিশ করেছে)।