
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি নির্মাণাধীন ভবনের ব্যালকনির ছাদ ধসে হেলাল উদ্দিন (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রশিদের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হেলাল কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নিলা ইউনিয়নের পূর্ব পান হালি ৪ নম্বর ওয়ার্ডের হোসেন সিকদার পাড়ার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা জানান, ছয়তলা ওই ভবনটির চতুর্থ তলায় কাজ করছিলেন হেলাল উদ্দিন। এ সময় পাঁচতলার বারান্দার অংশের ছাদ ভেঙে তার মাথায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের ফুফাতো ভাই খলিল আহমদ জানান, হেলাল দীর্ঘ ছয় বছর ধরে লোহাগাড়ায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। প্রতিদিনের মতোই সকালে কাজে যোগ দিয়েছিলেন। হেলাল উদ্দীনের পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন।
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার জাহেদ হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
