রাউজানে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে সবজি ব্যবসায়ীর মৃত্যু, আহত ৩


চট্টগ্রামের রাউজানে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক সবজি ব্যবসায়ী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার গহিরা ইউনিয়নের দলইনগর এলাকার আবদুল অদুদ চৌধুরী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিম উদ্দিন (৪৪) উপজেলার চিকদাইর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রমজান আলী তালুকদার বাড়ির ইদ্রিস মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম নগরী থেকে ফটিকছড়ির দিকে যাওয়া প্রভিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চাবাহী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে নোয়াজিষপুর নতুন বাজার থেকে গহিরা চৌমুহনীর দিকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে এবং কাভার্ড ভ্যানটি পাশের ধানক্ষেতে নেমে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী নাজিম উদ্দিনের মৃত্যু হয়।
আহত তিনজনের মধ্যে অটোরিকশাচালক ধনা মিয়া, এক নারী ও এক শিশু রয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গহিরা জে.কে. মেমোরিয়াল হাসপাতালে নিলেও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় (কাভার্ড ভ্যানের) চালক ও সুপারভাইজরকে আটক করা হয়েছে।”