জাতীয় নাগরিক পার্টির নতুন সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’, নেতৃত্বে চট্টগ্রামের দুজন


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গ সংগঠন হিসেবে ‘জাতীয় শ্রমিক শক্তি’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এতে যুগ্ম সদস্য সচিব হিসেবে চট্টগ্রামের মো. সরোয়ার কামাল এবং সংগঠক হিসেবে মো. ফারুক হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত শুক্রবার রাজধানীর নিউ ইস্কাটনে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে মাজহারুল ইসলাম ফকির, সদস্য সচিব হিসেবে ঋআজ মোরশেদ এবং মুখ্য সংগঠক হিসেবে আরমান হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন এই সংগঠনের ঘোষণা দেন।

তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টি শ্রমিকদের পক্ষে রাজনীতি করবে। বিগত ১৬ বছরে শ্রমিকরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন। ন্যায্য মজুরির জন্য লড়াই করতে গিয়ে তারা জীবন দিয়েছে, অধিকার হারিয়েছে।”

নাহিদ ইসলাম আরও বলেন, “আজ যখন কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে তথাকথিত ঐকমত্যের কাগজে সই করছে, ঠিক সেই দিনই শ্রমিকরা রাজপথে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে; এটাই সত্যিকারের ঐক্য।”

জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির অনুষ্ঠানে সংগঠনের ঘোষণাপত্র পাঠ করেন এবং শ্রমিক ঐক্যের প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

পরে সোমবার (২০ অক্টোবর) সংগঠনটির সদস্য সচিব ঋআজ মোরশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মো. সরোয়ার কামাল যুগ্ম সদস্য সচিব এবং পটিয়া উপজেলার মো. ফারুক হোসেন সংগঠকের দায়িত্ব পেয়েছেন।

দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মো. সরোয়ার কামাল বলেন, “জাতীয় শ্রমিক শক্তি শুধু শ্রমিক অধিকার নয়, মানব মর্যাদার আন্দোলন। চট্টগ্রাম থেকে আমরা শ্রমজীবী মানুষের কণ্ঠস্বরকে জাতীয় পরিসরে পৌঁছে দিতে চাই। এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

সংগঠক মো. ফারুক হোসেন বলেন, “এই আন্দোলন রাজনৈতিক স্বার্থের জন্য নয়, শ্রমিক শ্রেণির মুক্তির জন্য। চট্টগ্রামের শিল্পাঞ্চল থেকে আমরা এক নতুন ঐক্যের বার্তা দিতে চাই। আমাকে এ পদে মনোনীত করায় সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”