সাতকানিয়ায় মিষ্টি কারখানায় ফের অভিযান, জরিমানা দ্বিগুণ করে ২ লাখ


চট্টগ্রামের সাতকানিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির দায়ে এক কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুই মাস আগেও একই অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কেরানীহাট কাঁচা বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানে কারখানাটিতে মিষ্টি তৈরির জন্য ব্যবহৃত পোড়া তেল, পচা ছানা, নষ্ট শিরা ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন উপকরণ পাওয়া যায়। অভিযানে খোন্দকার মাহমুদুল হাসানের সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুজ্জামান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “দুই মাস আগে একই কারখানায় অভিযান চালিয়ে পচা ও বাসি মিষ্টি জব্দ করা হয়েছিল। তখন এক লাখ টাকা জরিমানা করা হয়। কিন্তু এবার দেখা গেল তারা আরও বেপরোয়া হয়ে নকল ব্র্যান্ডে মিষ্টি বাজারজাত করছে— যা ভোক্তাদের সঙ্গে স্পষ্ট প্রতারণা।”

তিনি আরও জানান, খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না। জনগণের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেললে দায়ীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে জব্দ করা নকল ও নষ্ট মিষ্টি ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।