সংকট মোকাবেলায় তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে: ইউএনওদের সিইসি


নির্বাচনকালীন যেকোনো সংকট তাৎক্ষণিকভাবে মোকাবেলা করার নির্দেশ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, মোবাইল কোর্টকে ঘটনার পরে নয়, ঘটনার সময়েই সক্রিয় থাকতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) উদ্দেশে তিনি বলেন, “আমরা ‘রুল বাই ল’ (আইনের মাধ্যমে শাসন) নয়, ‘রুল অব ল’ (আইনের শাসন) চাই। নির্বাচনকালীন দায়িত্ব যাই হোক, তা যেন আইনসম্মত, নিরপেক্ষ ও পেশাদারভাবে পালন করা হয়।”

বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইউএনওদের জন্য আয়োজিত ‘ট্রেনিং অব ট্রেইনারস’ (টিওটি) কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই কর্মশালায় সিইসি নাসির উদ্দিন বলেন, “আইনের প্রতি শ্রদ্ধাশীল না হওয়ার সংস্কৃতিই আমাদের দুরবস্থার অন্যতম কারণ। সভ্য জাতি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়—এ সংস্কৃতি আমাদের গড়ে তুলতে হবে।”

প্রশিক্ষণরত ইউএনওদের উদ্দেশে তিনি বলেন, “নির্বাচনের সময় সমন্বয়ের দায়িত্ব আপনাদের কাঁধেই থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী, প্রিসাইডিং অফিসার এবং কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের মনিটরিং সেলের সঙ্গে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

কোনো ধরনের চাপের মুখে নতি স্বীকার না করার আহ্বান জানিয়ে সিইসি বলেন, “নির্বাচন কমিশন কোনো অন্যায় আদেশ দেবে না। প্রচলিত আইন অনুযায়ী নির্দেশনা যাবে, আপনাদেরও তা পালন করতে হবে।”

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের চারজন কমিশনার, ইটিআইয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এই কর্মশালায় তৃতীয় ও চতুর্থ ব্যাচের ৫০ জন ইউএনও অংশ নিচ্ছেন।