
চট্টগ্রামের লোহাগাড়ায় মহাসড়কে ছিনতাইকারীর কবলে পড়ে মোটরসাইকেল আরোহী এক দম্পতি গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর ইউনিয়ন হাজী রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন চন্দনাইশের সাতবাড়িয়া ইউনিয়নের মৃত ছিদ্দিক আহমদের ছেলে আবদুর রহিম (২৭) এবং কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নুরুল আলমের মেয়ে মায়মুনা বেগম (১৮)।
ভুক্তভোগী আবদুর রহিম জানান, রাত ৮টার দিকে লোহাগাড়া সদরের হোটেল মাশাবী থেকে নাস্তা করে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে চকরিয়ায় শ্বশুরবাড়ির দিকে যাচ্ছিলেন।
আবদুর রহিম বলেন, “পথিমধ্যে একটি মোটরসাইকেলে থাকা তিনজন আমাদের গতিরোধ করে। তাদের একজনের হাতে ছুরি ছিল। আধুনগর পৌঁছালে তারা আমার স্ত্রীর হাত থেকে ব্যাগ টান মেরে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আমরা সড়কেই পড়ে যাই।”
এ দুর্ঘটনায় মায়মুনা বেগমের পা ভেঙে গেছে এবং আবদুর রহিমের হাত ও পায়ে মারাত্মক জখম হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
খবর পেয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। আরিফুর রহমান জানান, এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
