
খাগড়াছড়ির রামগড় উপজেলায় চাঁদা আদায়কালে এক ইউপিডিএফ সদস্যকে হাতেনাতে আটক করে সেনাসদস্যদের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার খাগড়াবিল এলাকায় এই ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম বাত্যা রাম চাকমা।
স্থানীয়রা জানান, বাত্যা রাম সকালে খাগড়াবিল এলাকার ব্যবসায়ী মো. জাহাঙ্গীরের কচু ক্ষেতের ফসল তোলার সময় তার কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন। বিকেলে তিনি ওই টাকা সংগ্রহ করতে এলে এলাকাবাসী একত্রিত হয়ে তাকে ধরে ফেলেন।
এলাকাবাসীর অভিযোগ, বাত্যা রাম দীর্ঘদিন ধরে এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন। তাকে আটক করতে পারায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।
পরে আটককৃত ব্যক্তিকে গুইমারা রিজিয়নের অধীনস্থ সিন্দুকছড়ি জোনের সেনাসদস্যদের কাছে সোপর্দ করা হয়।
এদিকে, বাত্যা রাম চাকমাকে আটক করার ফলে কালাপানি এলাকার ইউপিডিএফ নেতা এডিসন চাকমা ও জিওন চাকমা ব্যবসায়ী মো. জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সেনাবাহিনী পরে আটক বাত্যা রাম চাকমাকে রামগড় থানায় সোপর্দ করে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাত্যা রাম চাঁদা আদায়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি রামগড়ের কালাপানি এলাকার ইউপিডিএফ নেতা এডিসন চাকমা, জিয়ন চাকমা, জয়ন্ত চাকমা এবং রয়েল চাকমার নির্দেশে চাঁদাবাজি করতেন বলেও পুলিশকে জানিয়েছেন।
পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছে।