
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সহপাঠীর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সৌম্য দাস নামে এক শিক্ষার্থীকে হল ও একাডেমিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার কারণ দর্শানোর জন্য আগামী ৯ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বহিষ্কৃত সৌম্য দাস চুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের সেকশন অফিসার মোহাম্মদ নুরল আজিম বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর চুয়েটের মুক্তিযোদ্ধা হলের পঞ্চম তলার বাথরুমে একজন শিক্ষার্থী গোসল করার সময় পাশের বাথরুম থেকে সৌম্য দাস তার ভিডিও ধারণ করেন। বিষয়টি ভুক্তভোগী শিক্ষার্থীর নজরে এলে সৌম্যকে হাতেনাতে ধরা হয় এবং তার মোবাইল ফোন থেকে ভিডিওটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা সৌম্যের শাস্তির দাবিতে সোচ্চার হন। পরে ভুক্তভোগী শিক্ষার্থীসহ অন্যরা বিষয়টি লিখিতভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান।
কর্তৃপক্ষের তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সৌম্য দাসের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
