
বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ আগামী তিন দিনের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মন্থা’।
শুক্রবার (২৪ অক্টোবর) আইএমডি জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি ২৬ অক্টোবর গভীর নিম্নচাপে এবং পরদিন ২৭ অক্টোবর নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকলেও এর প্রভাবে বাংলাদেশেও ভারি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়াবিদরা মনে করছেন।
এদিকে, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর শুক্রবার একটি বিশেষ বুলেটিন জারি করেছে। এতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরের গভীরে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে বিচরণ না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাবে ভারতের তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে সাগর উত্তাল থাকবে এবং ভারী বৃষ্টিপাতসহ ঝড়ো বাতাস বয়ে যেতে পারে।
‘মন্থা’ নামের অর্থ
এবার সৃষ্ট হতে যাওয়া ঘূর্ণিঝড়টির নাম ‘মন্থা’ দিয়েছে থাইল্যান্ড। থাই ভাষায় শব্দটির অর্থ ‘সুন্দর ফুল’। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) নিয়ম অনুযায়ী, উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো পালাক্রমে ঘূর্ণিঝড়ের নামকরণ করে থাকে। এই অঞ্চলের প্যানেলে বাংলাদেশসহ মোট ১৩টি দেশ রয়েছে।
