ফটিকছড়িতে আল-নুর ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান ও গুণী সংবর্ধনা


চট্টগ্রামের ফটিকছড়িতে ‘আল-নুর ফাউন্ডেশন’ আয়োজিত ‘নুর মেধাবৃত্তি’ পরীক্ষার পুরস্কার বিতরণ ও গুণী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা শিশু-কিশোরদের মেধার বিকাশে সৃজনশীল কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপ করেন।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে (নাজিরহাট জোন) আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন গ্রেডের ৯৫ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় এবং দুজন ব্যক্তিকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বৃত্তি বোর্ডের পরিচালক সাংবাদিক এইচ এম সাইফুদ্দীনের সভাপতিত্বে এবং সদস্য মো. মাসুদুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) চট্টগ্রাম বিভাগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ।

অনুষ্ঠান উদ্বোধন করেন মাওলানা এইচ এম আশরাফ বিন ইয়াকুব এবং প্রধান আলোচক ছিলেন নুর মেধাবৃত্তি বোর্ডের চেয়ারম্যান প্রিন্সিপাল রায়হানুল আনোয়ার রাহী।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ বলেন, “আল-নুর ফাউন্ডেশন দশ বছর ধরে মেধাবীদের উৎসাহ দিয়ে আসছে, যা অত্যন্ত ইতিবাচক। আমি ফাউন্ডেশনের এই ধারাবাহিকতা বজায় রাখতে ভূমিকা রাখব।” তিনি সমাজের বিত্তবানদের এ ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংবাদিক এস এম আক্কাছ, মোহাম্মদ হাসান, মো. ইব্রাহিম বিজয়, মাওলানা দৌলত আলী খান, এয়াকুব আলী সিফাত, মুফতি মামুনুর রশিদ ভুইয়া, মোহাম্মদ রায়হান, মো. ফয়সাল, মো. মাহিন ও মো. আরাফাত।

এর আগে নাজিরহাট জোনে অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষায় তৃতীয় থেকে দশম শ্রেণির ৩১৫ জন শিক্ষার্থী অংশ নেয়।