
চট্টগ্রামের রাউজানে জসিম উদ্দিন নামে এক কৃষকের প্রায় ৮০ শতক জমির সবজি ক্ষেত রাতের আঁধারে কেটে ও উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এতে তার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের শমসের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে ক্ষেতে গিয়ে ফসল নষ্ট অবস্থায় দেখতে পান ওই কৃষক।
ক্ষতিগ্রস্ত কৃষক জসিম উদ্দিন জানান, তিনি ৪ লাখ টাকা ঋণ নিয়ে প্রায় ৪ কানি (প্রায় ৩২০ শতক) জমি বর্গা নিয়েছিলেন। এর মধ্যে ৮০ শতক জমিতে মুলা, বরবটি, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, লাউসহ বিভিন্ন শীতকালীন সবজির চাষ করেন। ফলন ভালো হওয়ায় কিছু সবজি বিক্রিও শুরু করেছিলেন।
তিনি বলেন, “সবজি কাটতে এসে দেখি আমার পুরো ক্ষেত তছনছ করে ফেলা হয়েছে। সব ফসল বিক্রি করতে পারলে প্রায় ৫ লাখ টাকা পেতাম। এখন ঋণের টাকা কীভাবে শোধ করব জানি না।” ফসল নষ্ট হওয়ায় তিনি প্রায় ২ লাখ টাকার সরাসরি আর্থিক ক্ষতির শিকার হয়েছেন বলেও দাবি করেন।
এ ঘটনায় জসিম উদ্দিন ও তার পরিবার ভেঙে পড়েছেন। ক্ষতিগ্রস্ত ক্ষেতে গিয়ে তাকে কান্না করতে দেখা যায়।
এ বিষয়ে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “এখন পর্যন্ত আমাদের কাছে কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।” ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া এবং কৃষক জসিম উদ্দিন জানান যে, কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।
