তারেক রহমানের ৩১ দফা নিয়ে বাঁশখালীতে আশিকের প্রচারণা


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ রূপরেখা জনগণের কাছে তুলে ধরতে চট্টগ্রামের বাঁশখালীতে প্রচারণা চালিয়েছেন দলটির মনোনয়ন প্রত্যাশী মফিজুর রহমান আশিক।

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক এই যুগ্ম সাধারণ সম্পাদক শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার গণ্ডামারা ইউনিয়নের খাটখালী বাংলাবাজার ও সকাল বাজারে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট চান।

কর্মসূচি চলাকালে মফিজুর রহমান আশিক বলেন, “আমরা এক নতুন দিনের স্বপ্ন দেখি—সেই স্বপ্নের নাম রাষ্ট্র মেরামত। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন করতে হবে, যা আমাদের প্রিয় বাংলাদেশকে দীর্ঘ ফ্যাসিস্ট দুঃশাসনের অন্ধকার থেকে মুক্তি দিতে চায়।”

তিনি কবি পার্সি বিশি শেলির কবিতার লাইন উদ্ধৃত করে বলেন, “তারেক রহমান ৩১ দফা রূপরেখার মাধ্যমে নতুন স্বপ্ন, ন্যায়, সুশাসন ও সমৃদ্ধির পথ দেখিয়েছেন। প্রকৃতির মতো তিনিও জানতেন—শীতের পর বসন্ত আসে।” আশিক তার বক্তব্যে আলফ্রেড টেনিসনের কবিতাও উদ্ধৃত করে নেতাকর্মীদের অধ্যবসায়ী হওয়ার আহ্বান জানান।

আশিক আরও বলেন, ৩১ দফায় ন্যায়বিচার, দুর্নীতিমুক্ত প্রশাসন, ভোটাধিকার, অর্থনৈতিক ন্যায়বিচার এবং তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গণ্ডামারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, যুবদল নেতা তারিফুল ইসলাম, মিজানুর রহমান বাবলু, আনিসুর রহমান, মানিক, জুনাইদুল করিম এবং ছাত্রদল নেতা আবদুল্লাহ জিহান, খালেদ হোসেন মেহেদী, মুবাশ্বির ও মাইডি মামুন।