
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক লেয়াকত আলী সারাদেশে দলের মনোনয়ন প্রত্যাশীদের ফেসবুক কার্যক্রম তদন্তের দাবি জানিয়েছেন।
সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে গণ্ডামারা ইউনিয়ন পরিষদের এই চেয়ারম্যান লেখেন, “সারাদেশে মনোনয়ন প্রার্থীদের অন্তত ২৮ অক্টোবর/২৩ থেকে ৪ আগস্ট/২৪ পর্যন্ত ফেইসবুক তদন্ত করার দাবী জানাচ্ছি।”
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের মনোনয়ন প্রত্যাশী লেয়াকত আলী বলেন, “মনোনয়ন প্রত্যাশী নেতাদের অতীত কর্মকাণ্ড যাচাইয়ের পাশাপাশি অন্তত ২০২৩ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত তাদের ফেসবুক পোস্ট, মন্তব্য ও কার্যক্রম পর্যালোচনা করা উচিত। এতে দলের ভাবমূর্তি রক্ষা পাবে এবং বিতর্কিত বা সুবিধাবাদী ব্যক্তিদের মনোনয়ন থেকে দূরে রাখা সম্ভব হবে।”
লেয়াকত আলী আরও বলেন, বিএনপির আসন্ন নির্বাচনে প্রকৃত নিবেদিতপ্রাণ, ত্যাগী ও সংগঠনের প্রতি বিশ্বস্ত নেতাদের অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
তিনি যোগ্য ও পরীক্ষিত নেতাদের মনোনয়ন নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান।
